ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
‘মানুষ হাসতে হাসতে বাজারে যান, কাঁদতে কাঁদতে বাসায় ফেরেন’
ডেস্ক রিপোর্ট ::

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, এবারের রমজানে মানুষের অনেক কষ্ট হচ্ছে। মানুষ ঠিকমতো সেহরি খেতে পারছেন না। ঠিকমতো ইফতার খেতেও পারছেন না। মানুষ হাসতে হাসতে বাজারে যান, কাঁদতে কাঁদতে খালি ব্যাগ নিয়ে বাসায় ফেরেন। এতে অবৈধ প্রধানমন্ত্রীর কিছু আসে যায় না।

মঙ্গলবার (১৯ এপ্রিল) খুলনা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহিফল-পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাবিবুন নবী খান সোহেল বলেন, জনগণ বাঁচুক বা মারা যাক তাতে কিছুই আসে যায় না। এখন তিনি নতুন নতুন রেসিপি দেওয়া শুরু করেছেন। কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলছেন।

জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি ও শাহারুজ্জামান মোর্তজা, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তারিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, খুলনা মহানগর জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, জেলার আমির মাওলানা এমরান হোসাইন, মুসলিম লীগের মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার জাহান রুকু, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. হারুনুর রশীদ, বিএমএ খুলনার সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা, বিএফইউজের সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাবেক সদস্য এহতেশামুল হক শাওন প্রমুখ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *