ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
ব্যারিস্টার সুমন আমার পা ধরে মাফ চেয়েছে’
উখিয়া নিউজ ডেস্ক :

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের বিরুদ্ধে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা দুদকের অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ড. আব্দুস সোবাহন গোলাপ।

গত শুক্রবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরে একটি নির্বাচনী কর্মী সভায় গোলাপ দাবি করেন, ‘সুমন আমার পা ধরে মাফ চেয়েছে। সে তার ভুলের জন্যে ক্ষমাও চাইছে। মূলত তাকে দিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে শত্রুপক্ষ।’

ড. গোলাপ বলেন, ‘সুমনের বিরুদ্ধে আমি ৫০০ কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি, আমার ৫০০ কোটি টাকা আদায় করে দেন। এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি। দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে। এখনো আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে তারা। যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে। আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকবো।’

এ সময় তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মৌলভী আজমত আলী খানের কবর জিয়ারত করেন। পরে রাতে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের কর্মী সমাবেশে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *