ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
জোট নয়, একক সরকার গঠন করবে পিটিআইয়ের স্বতন্ত্ররা: গহর খান
উখিয়া নিউজ ডেস্ক :

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অন্য কোন দলের সঙ্গে জোট করবে না, বরং একক সরকার গঠন করবে বলে জানিয়েছেন পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। খবর জিও টিভির

গহর আলী খান বলেন, ‘এখন পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে এটা স্পষ্ট যে পিটিআই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তা ছাড়া পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’

পাকিস্তানের জাতীয় পরিষদের ১৭০টি আসনে পিটিআই জিতেছে দাবি করে ব্যারিস্টার গহার বলেন, ‘যেহেতু এককভাবে সরকার গঠনের সুযোগ আমাদের রয়েছে, তাই জোট গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। পিএমএল-এন অথবা পিপিপির সঙ্গে কোনো যোগাযোগও আমাদের হয়নি।’

তিনি বলেন, এখন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা ইমরান খানই নির্ধারণ করবেন। তিনিই আমাদের মূল নেতা, সেটা মুক্ত থাকলেও, আবার কারাগারে থাকলেও।’

এদিকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট আরিফ আলভি শিগগির পিটিআইকে সরকার গঠনের জন্য আহ্বান করবে বলে জানিয়েছেন গহর। এ ছাড়া আজ শনিবার রাতের মধ্যে বাকি ১৫টি আসনের ফলাফল ঘোষণা করা না হলে পিটিআই-সমর্থকেরা রাজধানী ইসলামাবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের গণমাধ্যম ডনের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, পার্লামেন্টের ২৬৬টি আসনের মধ্যে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পেয়েছে। আর নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থীরা পেয়েছে ৭১ টি আসন। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা পেয়েছে ৫৪টি, জামিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) ৩টি ও অন্যান্যরা পেয়েছে ৩৩টি আসন।

একটি আসনে ভোট স্থগিত হয়েছে এবং ১২টি আসনের ফলাফল ঘোষণা এখনও বাকি আছে।

ঘোষিত ফলে এটা স্পষ্ট হয়েছে, কোনো দলই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা বা ১৩৩টা আসন পাচ্ছে না। ফলে একটি ‘ঝুলন্ত’ পার্লামেন্টই পেতে যাচ্ছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *