ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
সৌদি আরবে ঈদের ছুটি ৬ দিন
উখিয়া নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে, তাই ১২ ও ১৩ এপ্রিলও ছুটি। সবমিলিয়ে এবারের ঈদে দেশটির মানুষ টানা ৬ দিনের ছুটি পেতে যাচ্ছেন।

এ বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয় ১১ মার্চ থেকে। রমজান মাস ৩০ দিনের হলে সেখানে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল।

এদিকে গত ১৭ মার্চ গালফ নিউজ জানিয়েছে, ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর পড়তে পারে ১০ এপ্রিল, বুধবার। আমিরাতি অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, এবার শাওয়াল মাসের প্রথম দিনটি পড়তে পারে ১০ এপ্রিল। এর অর্থ হলো, মুসলমানরা এবার ৩০টি রোজা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *