ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন কে হবেন প্রার্থী
উখিয়া নিউজ ডেস্ক :

🔴 প্রসঙ্গ দলীয় মনোনয়ন

আসসালামু আলাইকুম,
আপনারা সবাই অবগত আছেন সারাদেশে নির্বাচনী আমেজ চলছে।

বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। গণতান্ত্রিক ধারায় পরিচালিত, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া বিশ্ব সমাদৃত এই রাজনৈতিক দলে যুক্ত যে কেউই মনোনয়ন প্রত্যাশা করার অধিকার রাখেন।

জনগণের ম্যান্ডেট নিয়ে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে ৭ জানুয়ারির ভোট যুদ্ধে কারা অবতীর্ণ হবেন সে সিদ্ধান্ত নেবে দলীয় হাইকমান্ড।

জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্মার্ট নেতৃত্ব সহ বিভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে,

দলীয় সভাপতি তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন কে হবেন প্রার্থী।

সে প্রক্রিয়া চলমান এবং খুব শীঘ্রই চূড়ান্ত ঘোষণা আসবে।

প্রার্থী যেই হোক না কেন, বঙ্গবন্ধু কন্যার সিদ্ধান্তই চূড়ান্ত এবং সে সিদ্ধান্তে কার্যত মনোনিবেশ করে দলকে জয়ী করতে কাজ করবেন দেশের কোটি নেতাকর্মী।

নির্বাচনী আলোচনা-সমালোচনা থাকবে স্বাভাবিক, কিন্তু সেটি নিশ্চয়ই শৃঙ্খলা পরিপন্থী নয়।

মনোনয়ন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অফলাইনে মানহানিকর কর্মকান্ড, ট্রলের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা, আপত্তিকর মন্তব্য সহ গ্রহণযোগ্য নয় এমন আচরণ থেকে বিরত রেখে

চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত আমার প্রিয় উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের’কে

দলীয় স্বার্থে নিজেদের নিবেদিত রাখা এবং গণমানুষের কাছে ইশতেহার পৌঁছে দিতে তদুপরি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে কাজ করার বিনীত অনুরোধ করছি।

এবার লক্ষ্য
স্মার্ট বাংলাদেশ…
ইনশাআল্লাহ, সে স্বপ্নযাত্রা সফল হবেই।

– জাহাঙ্গীর কবির চৌধুরী,
সভাপতি, উখিয়া উপজেলা আওয়ামী লীগ

চেয়ারম্যান, রাজাপালং ইউপি।

@ জাহাঙ্গীর কবির চৌধুরীর ফেসবুক আইডি থেকে নেওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *