ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০১:১১ অপরাহ্ন
দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
উখিয়া নিউজ ডেস্ক :

তীব্র থেকে অতি ‍তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সারাদেশের মানুষের। এই গরমে অফিস-বাসাবাড়ি, মার্কেট সর্বত্র এসি, ফ্যান, ফ্রিজসহ চার্জার ডিভাইস ব্যবহারের প্রবণতা বেশি। যার ফলে বিদ্যুতও অন্য সময়ের তুলনায় বেশি ব্যবহার হচ্ছে। এর মধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়। এ সময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ২২ এপ্রিল রাত ৯ টায়, ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *