ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
টেকনাফে ফের ২ জনকে অপহরণ
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে এক পল্লী চিকিৎসকসহ দুইজনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং-বাহারছড়া সড়কের পাহাড়ি ঢালে এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার দুইজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি পল্লী চিকিৎসক মোহাম্মদ জহির উদ্দিন আরমান (৪০)। বাড়ি উখিয়ার থাইংখালী। তাৎক্ষণিক অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

অটোরিকশাচালকের বরাতে জহির উদ্দিনের ভাই কমর উদ্দিন মুকুল বলেন, ‘জরুরি প্রয়োজনে অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন জহির উদ্দিন। পথে হোয়াইক্যং ঢালে অটোরিকশা থামিয়ে ভাইকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা।’

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গণি বলেন, ‘অপহরণের শিকার দুইজনকে উদ্ধারে পুলিশ কাজ করছে। শিগগিরই অপহরণকারীদের আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজারের টেকনাফে পাহাড়ে গরু চড়াতে গিয়ে বিভিন্ন সময় কৃষকদের অপহরণের খবর গণমাধ্যমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *