ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
উখিয়ার সাধারণ মানুষ বিনয়ী, নিরহংকারী- ওসি নাদিম আলী
নাদিম আলী ::

আসসালামু আলাইকুম।

গত ১৪ নভেম্বর, অফিসার ইনচার্জ হিসেবে উখিয়া থানায় আমার শেষ কর্মদিবস ছিলো।

উখিয়া থানায় আমি ২০২২ সালের ২৯ মে, অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। অফিসার ইনচার্জ হিসেবে আমার পূর্ববর্তী কর্মস্থল ছিলো পেকুয়া থানা।পেকুয়ার সাধারণ মানুষ সত্যি ই অনেক ভালো,অনেক আন্তরিক।

একজন মানুষের প্রথম পরিচয় হচ্ছে তিনি একজন মানুষ ।

আমরা প্রথম থেকেই উখিয়া থানার সকল পেশা শ্রেণীর মানুষের কাছে আইনশৃঙ্খলা রক্ষার্থে আন্তরিকভাবে সহযোগিতা পেয়েছি। এজন্য উখিয়ার সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী,শ্রমিক সংগঠন, কমিউনিটি পুলিশের সদস্য, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

উখিয়ার সাধারণ মানুষ বিনয়ী, নিরহংকারী।

উখিয়া থানা এলাকায়
২৬ টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গা এবং লোকালয়ে আরো কয়েকলক্ষ স্হানীয় লোকজন বসবাস করেন।

আমরা উখিয়া থানা টিম
প্রথম থেকেই চেষ্টা করেছি উখিয়ার বিপদগ্রস্ত
মানুষ ও অসহায় রোহিঙ্গা সদস্য যেন থানায় এসে আন্তরিক সেবা পায়।
থানায় আগত কোনো ব্যক্তি যাতে অহেতুক হয়রানির স্বীকার না হয়।

কতটুকু সেবা দিতে পেরেছি জানি না। তবে সবসময় উপলব্ধি করেছি আমার ওপর অর্পিত দায়িত্ব হচ্ছে ধর্ম,বর্ণ নির্বিশেষে
অসহায় মানুষকে আইনগত সহযোগিতা করা ও দ্রুত সেবা প্রদান করা।

কতটুকু আন্তরিকভাবে আইনগত সেবা দিতে পেরেছি জানিনা। আমাদের সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

মহান আল্লাহতালার কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মানিত করার জন্য।

আরো কৃতজ্ঞতা জানাই মাননীয় রেঞ্জ ডিআইজি,চট্টগ্রাম মহোদয়, মাননীয় পুলিশ সুপার,কক্সবাজার জেলা মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মহোদয়, ইউএনও মহোদয়,ডিজিএফআই,
এনএসআই এর কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আরএমও সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি।

চকরিয়া থানা আমার নতুন কর্মস্থল।

এই এলাকার বিপদগ্রস্ত মানুষকে যেন আন্তরিকভাবে নির্বিঘ্নে আইনগত সেবা প্রদান করতে পারি এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

 

লেখাটি চকরিয়া থানার নতুন  নিয়োগ পাওয়া উখিয়া থানার সাবেক ওসি নাদিম আলীর facebook স্ট্যাটাস থেকে নেওয়া 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *