ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার
ডেস্ক রিপোর্ট ::

সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির হাতে আটক বাংলাদেশি ছয় জেলে দেশে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) বিকেলে বাংলাদেশ-মিয়ানমার যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে টেকনাফের স্থলবন্দরে আসা বাণিজ্য ট্রলারে করে ৬ জেলেকে ফেরত আনেন বিজিবি সদস্যরা।

এর আগে ১ পেব্রুয়ারি সাগরে মাছ শিকারে গেলে ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জলসীমানায় গেলে সেখান থেকে সেদেশের বিজিপির হাতে আটক হন তারা।

ফেরত জেলেরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার আবদুস ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহম্মদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহম্মদের ছেলে হামিদ উল্লাহ, টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মো. ছফরের ছেলে আব্দুর রশিদ, আবু তাহেরের ছেলে মো. মামুন।

বুধবার বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ২ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক লেফটেন্যান্ট এম মুহতাসিম বিল্লাহ শাকিল প্রমুখ।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার জানান, ১ ফেব্রুয়ারি টেকনাফের বাহারছড়া এলাকা দিয়ে প্রতিদিনের ন্যায় ৬ জেলে সাগরে মাছ শিকারে যান। পরে ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়েন তারা। সেখান থেকে বিজিপির হাতে আটক হয়ে সেদেশের কারাগারে মানবেতর জীবন পার করছিলেন তারা। বিষয়টি আমাদের কনস্যুলেটের মাধ্যমে খবর পেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। অবশেষে এক মাস চেষ্টার পর (৯ মার্চ) টেকনাফের স্থলবন্দরে আসা বাণিজ্যিক  ট্রলারে করে তাদের ফেরত আনা হয়েছে।

বিজিবির অধিনায়ক জানান, মিয়ানমার থেকে ফেরত আনা ছয় জেলের স্বাস্থ্য পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *