ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
১৬৫৪ রোহিঙ্গা ভাসানচরে
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের টেকনাফ-উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ১১তম ধাপে নোয়াখালীর ভাসানচরে আরও এক হাজার ৬৫৪ রোহিঙ্গা এসে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনীর ছয়টি জাহাজে রোহিঙ্গারা ভাসানচর এসে পৌঁছান। এ নিয়ে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মোট রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬০৩ জন।

আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাদের বিকেল ৪টার দিকে ভাসানচর ক্যাম্পের ৫৭, ৫৮, ৭৯, ৬৮ ও ৮০ নং ক্লাস্টারে নেওয়া হয়। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি ও নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গারা ভাসানচর এসে পৌঁছলে নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা, কোস্টগার্ড, এপিবিএন ও ভাসানচর থানা পুলিশ উপস্থিত হয়ে তাদের স্বাগত জানায়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শেষে তাদের ক্লাস্টারে হস্তান্তর করা হয়।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী নির্যাতন, ধর্ষণ, লুটপাট ও হত্যাযজ্ঞ শুরু করলে বিভিন্নভাবে আট লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *