ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
১০ রোহিঙ্গা চালককে ধরে পুলিশে দিলেন চেয়ারম্যান গফুর উদ্দিন
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে টমটম,অটোরিকশা, মোটরসাইকেল সহ ১০ রোহিঙ্গা চালককে ধরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কাছে হস্তান্তর করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। এসময় জব্দ করা অটোরিকশা ও মোটর সাইকেল শাহপুরী হাইওয়ে পুলিশের নিকট তুলে দেয়া হয়।

শনিবার ২৫ ডিসেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।জানা যায়, উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে অবৈধভাবে রোহিঙ্গারা গাড়ি চালানোর অপরাধে তাদের আটক করা হয়।

এব্যাপারে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘সম্প্রতি পালংখালী ইউনিয়নের সর্বত্রে রোহিঙ্গা অবাধে বিচরণ ও রোহিঙ্গা ড্রাইভারকে গাড়ি না দেওয়ার জন্য মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়।’

শাহপুরী দ্বীপ হাইওয়ে পুলিশের সহকারী উপ -পুলিশ পরিদর্শক মতিউর বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান’র সহযোগীতায় অবৈধ অটোরিকশা ও মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *