ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
১০২ ভোট পেলেন নৌকার সমীর কুমার
ডেস্ক রিপোর্ট ::

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে ১০২ ভোট পেয়েছেন। রোববার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা বেলগাছি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করেন।

আলমডাঙ্গা নির্বাচন কার্যলয় সূত্রে জানা যায়, বেলগাছি ইউনিয়নে ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১২ হাজার ৯০। নির্বাচনে বৈধ পোলকৃত ভোট সংখ্যা ৯ হাজার ৬৭৫। নৌকা প্রতীকের সমীর কুমার দে পেয়েছেন ১০২ ভোট।

নির্বাচনে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল। তিনি পেয়েছেন ৩ হাজার ৪৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আমিরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের গোলাম সারওয়ার পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কোনো একজন প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আমরা এখনো এ বিষয়ে কাজ শুরু করেনি।

প্রার্থীরা যখন আবেদন করবে তখন আমরা খতিয়ে দেখব কে জামানত পাওয়ার যোগ্য, আর কে যোগ্য নয়। যোগ্য হলে জামানত ফেরত পাবেন, আর যোগ্য না হলে জামানতের টাকা সরকারি কোষাগার জমা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *