ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
হার না মানা সেই উজ্জ্বলের বাড়িতে ইউএনও
ডেস্ক রিপোর্ট ::

রংপুরের মিঠাপুকুর উপজেলার হার না মানা সেই অদম্য প্রতিবন্ধী উজ্জ্বলের সঙ্গে দেখা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ বৃহস্পতিবার উপজেলার বালারহাট ইউনিয়নের হযরতপুর গ্রামের উজ্জ্বলের বাড়িতে গিয়েছিলেন ইউএনও ফাতেমাতুজ জোহরা।

এ সময় তিনি উজ্জ্বলের সঙ্গে কথা বলেন এবং তাঁর লেখা পড়ার জন্য সহায়তার একটি চেক উজ্জ্বলের বাবা জাহিদ সরোয়ারের নিকট হস্তান্তর করেন।

তাঁর সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম রব্বানী ও সুপার ভাইজার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জোবায়ের হোসেন উজ্জ্বল মুখে কলম ধরে উত্তর পত্রে লিখে জিপিএ ৪ দশমিক ৫৮ পেয়ে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। তিনি এখন কম্পিউটার শিখছেন। ‘মুখে কলম নিয়ে লিখে এইচএসসিতে সাফল্য’ শিরোনামে গত ১৫ ফেব্রুয়ারি আজকের পত্রিকার রংপুরের পাতায় একটি সংবাদ প্রকাশ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *