ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির
উখিয়া নিউজ ডেস্ক :

মাত্র মাস তিনেক পরই চলতি বছরের পবিত্র হজ মৌসুম শুরু হবে। তাই হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিরাপদ করতে আগে থেকেই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সৌদি আরব। তারই অংশ হিসেবে চলতি বছর বিনা অনুমতিতে হজ পালন থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা অবৈধ। এ কাজ করলে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে, যা বাংলাদেশি হিসাবে ১৫ লাখ টাকা। এ ছাড়া যথাযথ অনুমতি ছাড়া হাজিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থ জরিমানা হবে।

হজ বিধি থেকে পার পাবেন না সৌদি আরবে বসবাসরত প্রবাসীরাও। এই ধরনের বিধি লঙ্ঘন করলে তাদের ছয় মাসের জন্য জেল হতে পারে। জেল খাটার পর তাদের সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপর ১০ বছর আর সৌদি আরবে ঢুকতে পারবেন না তারা।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪ জুন পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হবে। এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার বিপরীতে ৮২ হাজার ৮৩৯ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ২৬০ এবং বেসরকারিভাবে ৭৮ হাজার ৫৭৯ জন নিবন্ধন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *