ঢাকা, মঙ্গলবার ২৩ জুলাই ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
সেন্টমার্টিনে এক জালেই ধরা পড়ল ৬ লাখ টাকার লাল কোরাল
উখিয়া নিউজ ডেস্ক :
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাল ফেলার এক ঘণ্টা পর স্থানীয় এক জেলের জালে ৬ থেকে ৭ কেজি ওজনের ২০৪টি লাল কোরাল মাছ ধরা পড়েছে, যার ওজন প্রায় ৩০ মণ। জালে ধরা পড়া ২০৪টি লাল বা রাঙা কোরাল বিক্রি হয়েছে ছয় লাখ টাকায়।

বুধবার বিকাল ৩টার দিকে রশিদ আহমেদ নামের এক জেলে মাছগুলো নিয়ে পূর্ব উত্তর সি-বিচে নিয়ে আসেন।

তিনি জানান, দুপুরে সাগরে জাল ফেলে বিকাল ৩টার দিকে সেটি ওঠাতে গেলে একে একে ২০৪ লাল কোরাল ধরা পড়ে।

প্রতিটি কোরালের ওজন গড়ে ৬ থেকে ৭ কেজি। পরে মাছগুলো টেকনাফ শহরে নিয়ে এলে মফিজ নামের এক ব্যবসায়ী ছয় লাখ টাকায় কিনে নেন।টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রাঙা কোরাল সামুদ্রিক মাছ। এসব মাছ সাগরে ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *