ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
সিইসি হিসেবে আলোচনার শীর্ষে মোহাম্মদ শফিউল আলম
ডেস্ক রিপোর্ট ::

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ। জানা গেছে, অধিকাংশ নেতাই সিইসি হিসেবে পছন্দের তালিকায় রেখেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে নেওয়া নেতাদের কাছে নাম চান দলীয় সভাপতি শেখ হাসিনা। নেতারা পাঁচটি করে নাম লিখে খামে ভরে দলীয় সভাপতির হাতে জমা দেন। তাঁরা শেখ হাসিনাকে প্রস্তাবিত নাম থেকে চূড়ান্ত করে তা সার্চ কমিটির কাছে প্রেরণের অনুরোধ করেন সভাপতিমণ্ডলীর সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত হয় শুক্রবার সার্চ কমিটির কাছে নিজেদের পছন্দের ১০ ব্যক্তির নাম সুপারিশ করবে আওয়ামী লীগ।

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, অধিকাংশ নেতাই সিইসি হিসেবে পছন্দের তালিকায় রেখেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে। তিনি বর্তমানে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তাঁর চাকরির মেয়াদ নভেম্বর পর্যন্ত রয়েছে। অবশ্য নতুন দায়িত্ব পেলে বিশ্বব্যাংকের চাকরি ফেলে আসতে কোনো বাধা নেই। তাঁকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেতাদের পছন্দের তালিকায় আরও ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাদিক। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়াও রয়েছেন আওয়ামী লীগ নেতাদের কারও কারও তালিকায়। সাবেক আইনসচিব কাজী হাবিবুল আউয়ালও রয়েছেন তালিকায়। সাবেক দুই প্রধান বিচারপতির নামও প্রস্তাব করেছেন কয়েকজন।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবারই নাম জমা দেওয়ার কথা ছিলো আমাদের। কিন্তু শুক্রবারও জমা দেওয়ার সুযোগ থাকায় আমরা শেষ দিনই জমা দিবো। নামগুলো নিয়ে আরেকটু যাচাই–বাছাই করা হচ্ছে।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ আজকের পত্রিকাকে জানান, শুক্রবার যে কোনো সময় তাঁরা সার্চ কমিটির কাছে নাম জমা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *