ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
সাংস্কৃতি অনুষ্ঠান পুলিশকে শান্তির সংস্কৃতি বিকাশে নব উদ্যমে কাজ করতে প্রেরণা জোগাবে
হুমায়ুন কবির জুশান, উখিয়া ::

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয়দের জীবন মান রক্ষা এবং একটি সুন্দর পরিবেশ সমুন্নত রাখতে কাজ করছে এপিবিএন পুলিশ। প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। আমার যে অর্জন তা সম্ভব হয়েছে এপিবিএন পুলিশের সকল সদস্যদের আন্তরিকতা ও আমার সহধর্মীনির বদান্নতায় এবং সাংবাদিকদের সহযোগিতার কারণে। এ অর্জন আমার একার নয়, সকলের। গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটায় এপিবিএন পুলিশের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তবে পুলিশ সুপার নাইমুল হক এসব কথা বলেন, তিনি আরো বলেন, আমরা বিনোদনও করবো কাজও করবো। সাংস্কৃতি অনুষ্ঠান পুলিশকে শান্তির সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নব উদ্যমে কাজ করতে প্রেরণা জোগাবে, এটাই আমার প্রত্যাশা।

উক্ত অনুষ্ঠানে এপিবিএন পুলিশের সকল স্থরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, সাবেক সভাপতি সরওয়ার আলম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজি হুমায়ুন কবির বাচ্চু, প্রেস ক্লাব সদস্য ও উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী আবু, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, শহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *