ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট ::

চলতি বছর সরকার সীমিত আকারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (১৪ জুন) বিষয়টি নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বছর প্রত্যাবাসন শুরু করতে চাই। এ বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে অনেকদিন পর দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং আগামী দিনে এটি অব্যাহত থাকবে।

বৈঠকে দ্রুত প্রত্যাবাসন শুরু, রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তিকরণ এবং যারা ফেরত যাবে তাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর বাংলাদেশ থেকে জোর দেওয়া হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা নেপিডোতে ২০১৯ সালের মে’তে অনুষ্ঠিত হয়। মিয়ানমারের অনাগ্রহের কারণে গত তিন বছরে এই বৈঠক হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য দুই পক্ষ আলোচনা করেছে।

যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *