ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে মিলেছে এম-১৬ রাইফেল, উদ্ধার ২০ লাখ পিস ইয়াবা
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের উখিয়ায় ১১টি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সাড়ে ১৬ মাসে ২০ লাখ পিসের বেশি ইয়াবা ট্যাবলেট এবং এম সিক্সটিন (এম-১৬) রাইফেলসহ দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ সোনা, দেশি- বিদেশি অর্থ ও আমদানি নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এপিবিএন।

৮ এপিবিএন সূত্র জানায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সাড়ে ১৬ মাসে উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা দুষ্কৃতকারীদের দমনে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন। এসব অভিযানে ২০ লাখ তিন হাজার ৩০০ পিস ইয়াবার পাশাপাশি আমেরিকান এম-১৬ রাইফেলসহ ১৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২৩৫টি দেশীয় বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে ৯১ ভরি সোনা, ৬৬ লাখ বাংলাদেশি টাকা, ৮২ হাজার টাকার জাল নোট, সাড়ে তিন লাখ কিয়াট (মিয়ানমার মুদ্রা) ও বিপুল পরিমাণ আমদানি ও বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দসহ ৯৭২ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩৩৫টি মামলায় ৪৩৮ জন আসামি রয়েছে।

৮ এপিবিএন অতিরিক্ত অধিনায়ক (মিডিয়া) কামরান হোসেন বলেন, সামনের দিনেও ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *