কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শালবন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল সাদেক (৭) এবং একই ক্যাম্পের মো. ইয়াছার (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শালবন ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশের মাঠে খেলা করছিল দুই শিশু। খেলা শেষে তারা পুকুরে নামলে নিখোঁজ হয়। পরে লোকজন এসে উদ্ধার করে তাদের ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply