ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, কোভিড হাসপাতাল ভস্মীভূত
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ধিত অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এই অগ্নিকাণ্ডে আইওএম পরিচালিত ১০০ শয্যার কোভিড হাসপাতালসহ কয়েকটি রোহিঙ্গার ঝুপড়ি বাড়ি পুড়ে গেছে।

এর আগে আজ রোববার রাত সাড়ে ৭টায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থিত করোনা হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন রোগী ৪ জন কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে করোনা হাসপাতাল পুড়েছে। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে দুটি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *