ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
রোহিঙ্গাদের জন্য ৫০০টি ঘর নির্মাণ করবে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন
ডেস্ক রিপোর্ট ::

সৌদি বাদশাহ্‌র নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান সেন্টারের অর্থায়নে ও স্থানীয় অংশীদার (লোকাল পার্টনার) আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় বল প্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ৫০০টি ঘর নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম গ্রামের চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ কার্যালয়ে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী  বলেন, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি দরিদ্র জনসাধারণের জন্য কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সহায়তা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুধু আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি হত দরিদ্রদের জন্য প্রায় একশ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের যগ্ম মহাসচিব অধ্যাপক ড. শফি উল্লাহ কুতুবী, প্রকল্প পরিচালক আবুল আতা মুহাম্মদ এমাদ উদ্দিন, সমাজসেবা সচিব আ.ন.ম সেলিম চৌধুরী চেয়ারম্যান, প্রচার সচিব অধ্যাপক শাব্বির আহমদ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সালামত উল্লাহ, মুহাম্মদ ওয়ায়েজ, মাওলানা মুহাম্মদ আমিন নদভী, ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, ফাউন্ডেশনের চিফ অ্যাকাউন্ট্যান্ট বোরহান উদ্দিন, অ্যাকাউন্ট্যান্ট জরজিস আহমদ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *