ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
রাজাপালং ইউনিয়নের জবাবদিহীমূলক উন্মুক্ত বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ::

তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৯ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মৃনাল কান্তি বড়ুয়া৷

বাজেট ঘোষণা করছেন ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি বড়ুয়া

সভায় পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সালাহউদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউপি সদস্য নুর কবির, ইউপি সদস্য মির সাহেদুল ইসলাম রোমান, প্যানেল চেয়ারম্যান মহিলা ইউপি সদস্য খুরশিদা আক্তার, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও জাফর, আওয়ামী লীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড এটিএম রশিদ, তুতরবিল সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল, চাকবৈঠা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালেক, রাজাপালং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার মুফিজ মিয়া সহ প্রমুখ৷

উক্ত সভায় বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার উন্মুক্তভাবে সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।
বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নগুলো বিভিন্ন বিলবোর্ড আকারে গ্রামে গ্রামে টাঙ্গিয়ে দিতে হবে, ইভটিজিং, বাল্যবিয়ে সহ জনসম্পৃক্ততামূলক বিষয়গুলো ফেস্টুন আকারে গুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গিয়ে দিতে হবে, এতে করে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারন জনগনের কাছে পৌঁছে যাবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

এ সময় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার শতাধিক গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

বার্ষিক ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ১ কোটি ৭৬ লক্ষ ৯৩ হাজার ৬২০ টাকা এবং ব্যয় ১ কোটি ৬০ হাজার ৯৬ হাজার ৫২০ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *