ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
মিয়ানমারে জান্তাবিরোধী লড়াইয়ে ৫০ সেনা নিহত
উখিয়া নিউজ ডেস্ক :

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ লড়াই জোরদার হয়েছে। কয়েক দিন ধরে মিয়ানমারের মান্দালয়, ইয়াঙ্গুন, সেগিং, মাগউই, এয়ারবতিসহ বিভিন্ন শহর এবং কায়াহ ও শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর। এ হামলা–সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাগাইং অঞ্চলের মায়ং শহরের কিয়াউকিত পুলিশ স্টেশনে গত রোববার বিকেলে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায়। এতে প্রতিরোধযোদ্ধাদের সাতটি দল অংশ নেয় বলে জানিয়েছে ইউনিয়ন ডিফেন্স অ্যান্ড লিবারেশন অ্যালায়েন্স। দুই ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে অন্তত পাঁচ জান্তা সেনা নিহত ও একজন প্রতিরোধযোদ্ধা আহত হয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *