ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ১২:২০ অপরাহ্ন
মার্কিন নিষেধাজ্ঞা চমক না, এটাই তাদের পরিণতি : ফখরুল
ডেস্ক রিপোর্ট ::

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমানের সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে চমক বললেও আমি এটাকে চমক বলছি না। এটাই তাদের পরিণতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল এপিপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা এতদিন ধরে বলে আসছি, মানবাধিকার হরণ করা হচ্ছে, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করেছে, মানুষকে নির্মমভাবে হত্যা করছে- এখন এটা প্রমাণিত। এখন আমরা দেখতে চাই, সরকার কী ব্যবস্থা গ্রহণ করে।’

যুক্তরাষ্ট্রের জো বাইডেন সরকারের গণতন্ত্রের সম্মেলন প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল যে সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে প্রমাণিত হয় বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের যেসব প্রতিষ্ঠান আছে, তাদের কোনো জবাবদিহিতা নেই। দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। এ সরকার জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের যেসব প্রতিষ্ঠান আছে, তাদের কোনো জবাবদিহিতা নেই। দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। এ সরকার জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তাকে মিথ্যা ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখে চিকিৎসা না দেওয়ায় তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *