ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
মারিওপোল থিয়েটারে রাশিয়ার হামলা, বহু হতাহতের আশঙ্কা
ডেস্ক রিপোর্ট ::

ইউক্রেনের মারিওপোলের একটি থিয়েটারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। থিয়েটারে বহু মানুষ লুকিয়ে ছিলেন। হামলার পর এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে এতে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে এসব কথা জানান। খবর বিবিসির।

মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই অরলভ বিবিসিকে বলেন, বোমা বিস্ফোরণের আগে আনুমানিক এক হাজার থেকে এক হাজার ২০০ লোক থিয়েটারে আশ্রয় নিয়েছিলেন। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারিওপোলে অন্তত দুই হাজার ৪০০ জন নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

তিনি আরও বলেন, মারিওপোল শহরে তিন লাখ বাসিন্দা ভেতরে আটকা পড়েন। যেখানে খাবার, পানি, বিদ্যুৎ এবং গ্যাস বিচ্ছিন্ন করা হয়েছে।

রুশ সেনারা মানবিক সহায়তা প্রদানের অনুমতি না দেওয়ায় খাদ্য ও পানির সরবরাহ কমতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *