ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
মাদক মামলায় বাস ড্রাইভার ও হেলপারের যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট ::

নড়াইলে মাদক মামলায় পরিবহন ড্রাইভার ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলো- সদরের হবখালী ইউনিয়নে বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে পরিবহন চালক মিলন পোদ্দার ও চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের বাবর আলীর ছেলে হেলপার বদিয়ার রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ নড়াইলের কালনাঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে চালক মিলনের সিটের নিচ থেকে পুলিশ ১০ বোতল ও চ্যাসিসের সঙ্গে বাঁধা অবস্থায় ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় দুই জনকে আসামি করে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার আসামিদের সাজার বিষয়টি সমকালকে নিশ্চিত করছেন জজ আদালতের পিপি অ্যাড. এমদাদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *