চাঁদপুরের হাজীগঞ্জে ভোটে হেরে মো. কামরুজ্জামান মোল্লা নামে এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে চার বাড়ির মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় ওই ইউনিয়নের রাধাসার গ্রামের মৃধা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
গত ২৬ ডিসেম্বর হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাকিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার (ইউপি সদস্য) পদে কামরুজ্জামান মোল্লা, রবিউল আলম অরুন ও শাহাদাত পাঠান নির্বাচন করেন। এর মধ্যে রবিউল আলম অরুন নির্বাচিত এবং কামরুজ্জামান মোল্লা ও শাহাদাত পাঠান পরাজিত হন। এতে মৃধা বাড়ির ভোটারদের উপর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে বাঁশের সাঁকোটি ভেঙে দেন কামরুজ্জামান।
এ বিষয়ে কামরুজ্জামান মোল্লা বলেন, নির্বাচনে হেরে নয়, আমাদের সম্পত্তির উপর দিয়ে বাঁশের সাঁকোটি করা হয়েছে। তাই সাঁকোটি ভেঙে দেওয়া হয়েছে।
Leave a Reply