ঢাকা, রবিবার ২১ জুলাই ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক
উখিয়া নিউজ ডেস্ক :

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে শিশুসহ ২৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে স্থানীয় জনতা। আটকরা হলেন- রশীদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস) সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো. নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো. ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো. জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০), ফাতেমা খাতুন (৫০)। গতকাল সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থেকে তাদের আটক করা হয়।
চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস.এম মিজানুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। গতকাল বিকাল দিকে তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়। ওসি তদন্ত মিজানুর রহমান আরও জানান, বুধবার রাতে ১০ জন শিশুসহ ২৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝি বুধবার দিবাগত রাতে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। গতকাল সকালে বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *