ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
ভারত থেকে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ২১নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আবারো রোহিঙ্গার অনুপ্রবেশের ঘটনা করেছে। তারা ভারতের জম্মু-কাশ্মীর রিফিউজি ক্যাম্প হতে এসেছে বলে জানা গেছে।

অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হলো- গুল বাহার (৬০), আবু তাহের (২৭), হামিদা বেগম (২৪), আবুল মনসুর (২১), ইয়াছমিন (১৮), খুশিদা (৩) ও আয়েশ। ওই সাতজন একই পরিবারের সদস্য।

মঙ্গলবার সকালে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে হতে তাদের আটক করে ১৬ এপিবিএন পুলিশ।

এদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, ৭ সদস্যদের একটি পরিবার অজ্ঞাত দালালের মাধ্যমে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মঙ্গলবার সকালে গোপনে ক্যাম্পের গুল বাহারের ছেলে আবুল কাশেমের ঘরে (নং-১০৩, ব্লক-ই/১) আশ্রয় নেয়। সংবাদ পেয়ে ১৬ এপিবিএন পুলিশের একটি টিম তাদের আটক করে।

তিনি আরও জানান, ধৃতদের পরবর্তীতে সিআইসির নির্দেশনায় বর্ণিত রোহিঙ্গা পরিবারটিকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *