ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
বিএম ডিপোতে বিস্ফোরণ: ৮ জনকে আসামি করে মামলা
ডেস্ক রিপোর্ট ::

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৮ জনকে আসামি করার পাশাপাশি ডিপোর কর্মকর্তা ও কর্মচারীদেরও অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 নুরুল আক্তার, এজি্এম আব্বাস উল্ল্যাহ, ম্যানেজার এডমিন খালেদুর রহমান, ডিপো কর্মকর্তা আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম এবং মো. নাজমুল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ডিপোর কর্মকর্তা ও কর্মচারীদেরকে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্তের কাজ চলমান রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, গত শনিবার রাত সোয়া ৯টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফারণে ঘটনা ঘটে। এখন পর্যন্ত বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও অধিক মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *