ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
বান্দরবানে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ডেস্ক রিপোর্ট ::

বান্দরবানে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ফরহাদ চৌধুরী (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত ফরহাদ ৩নং বান্দরবান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লেমুঝিরিপাড়ার বাসিন্দা।

ভুক্তভোগীর স্বামী গুচন্দ ত্রিপুরা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে দিনমজুরি করে সংসার চলে তার। কয়েকদিন আগে কাজ করতে রোয়াংছড়ি উপজেলায় যান তিনি। বাড়িতে না থাকার সুযোগে শনিবার (১৪ মে) ফরহাদ ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করেন। সোমবার কাজ থেকে ফিরে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন তিনি।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরহাদ চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *