ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
‘বাণিজ্যমন্ত্রী’ সেজে চাকরির নামে অর্থ আত্মসাত, যুবক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট ::

ফেসবুকে ‘বাণিজ্যমন্ত্রী’ সেজে বেকার তরুণদের চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে নওশাদ আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিকেলে র‌্যাব-১৩’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে একটি আইডি খুলে সেখানে মন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ছবি পোস্ট করতেন নওশাদ। মন্ত্রী সেজে অসহায় বেকার তরুণদের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ভালো চাকরির প্রলোভন দেখাতেন। দীর্ঘদিন ধরে রংপুর এবং এর আশপাশের অঞ্চলের বেকারদের টার্গেট করে এভাবে টাকা হাতিয়ে নিয়েছেন নওশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *