বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফরচুন বরিশালকে।
এর মাধ্যমে বিপিএলে বরিশালের দুঃখ আরেকটু বাড়ল।
দেশের সর্বোচ্চ ক্রিকেট লিগ বিপিএলের ফাইনালে এর আগেও দুইবার খেলেছিল বরিশাল। প্রথমবার বিপিএলে বরিশালকে প্রতিনিধিত্ব করে বরিশাল বার্নাস।
আর প্রথম আসরেই ফাইনালে জায়গা করে নেয় বরিশাল বার্নাস। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৪০ রান করে তারা। কিন্তু ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বরিশাল বার্নাস।
এরপর বরিশালকে প্রতিনিধিত্ব করা বরিশাল বুলস ২০১৫ সালের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আর সেবার তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ বলে গিয়ে হেরে যায়।
২০১৫ সালের ফাইনালে বরিশাল বুলস ১৫৬ রান করেছিল। সেই রানই শেষ বলে টপকে গিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।
আর এবার তো বরিশালের আক্ষেপটা আরেকটু বেশি। কারণ টান টান উত্তেজনাকর ফাইনালে মাত্র ১ রানে হারতে হয় তাদের।
Leave a Reply