বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ১ রানের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্রথমে ব্যাট করে কুমিল্লা ১৫১ রান করে বরিশালকে আটকে দিয়েছে ১৫০ রানে।
কুমিল্লার এ জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য জয়। প্রথমে ব্যাট হাতে ২৩ বলে খেলেন ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। এরপর বোলিংয়ে নিজের ঘূর্ণি দিয়ে বরিশালকে কুপোকাত করেন। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচায় দুটি উইকেট তুলে নেন।
তবে সুনিল নারিন পারলেও এদিন পুরোপুরি ব্যর্থ হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বল হাতে মোটামুটি ভালো করলেও ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সাকিব ফাইনাল ম্যাচটিতে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। আর ব্যাট হাতে ৭ বল খেলে ৭ রান করেন।
তবে এক্ষেত্রে সাকিবের কপালটা খারাপ বলা যায়। কারণ এবারের বিপিএলে বরিশালের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ফাইনালসহ ১১টি ম্যাচে তিনি করেছেন ২৮৪ রান। হাফসেঞ্চুরি করেছেন ৩টি। কিন্তু আজ তার ব্যাট হাসল না।
Leave a Reply