ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
পাকিস্তানে সেনাবাহিনীকে হস্তক্ষেপের আহ্বান পিপিপি নেতার
ডেস্ক রিপোর্ট ::

ইমরান খানের বিরুদ্ধে শনিবার অনাস্থা ভোট হওয়ার কথা রয়েছে। তবে দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও ভোট হয়নি।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নাও হতে পারে।

দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ভোট আয়োজনে বার বার সময়ক্ষেপণ করছেন।

আর এমন আশঙ্কা তৈরির পর বিলওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন সদস্য দেশটিতে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

মুস্তফা নওয়াজ নামে পিপিপির ওই নেতা এ ব্যাপারে টুইটে লেখেন, যদি আজ স্পিকার ও সরকার সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ মেনে অনাস্থা ভোট আয়োজন না করে তাহলে, এ সমস্যার সমাধান করতে সেনাপ্রধান জেনারেল বাজওয়ার তার ভূমিকা পালন করা উচিত।

তিনি আরও বলেন, হ্যাঁ! তার উচিত ঘোষণা দেওয়া যে, তিনি সংবিধান, গণতন্ত্রের পক্ষে আছেন এবং একজন পেশাদার সৈনিকের মতো সিদ্ধান্ত নেবেন।

এদিকে এর আগে পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো অভিযোগ করে বলেন,  ইমরান খান ও তার স্পিকার অনাস্থা ভোট আয়োজন করতে গড়িমসি করে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের সুযোগ করে দিচ্ছেন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *