ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
পদ্মা সেতুর নাট-বল্টু খোলায় আরও একজন গ্রেপ্তার
উখিয়া নিউজ ডেস্ক :

পদ্মা সেতুর নাট-বল্টু খোলার ঘটনায় মাহদী হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই অপরাধে বাইজিদ নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাইজিদ বর্তমানে সাত দিনের রিমান্ডে আছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘মাহদী এক সময় ছাত্রশিবিরের সদস্য ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আলিম ও দাখিল পাস করেন।’

সিটিটিসি প্রধান বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সেতু উন্মুক্ত করা হয়, মাহদী রেঞ্জ নিয়ে সেখানে যান। তিনি রেঞ্জ দিয়ে সেতুর নাট-বল্টু খোলেন। মাহদী নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যান, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপরই তদন্ত শুরু করেন গোয়েন্দারা। তদন্তে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পরই গ্রেপ্তার করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *