ঢাকা, মঙ্গলবার ২৩ জুলাই ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
নৌকা পেয়ে বোমা ফাটিয়ে উদ্‌যাপন, ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট ::

রাজবাড়ীর পাংশায় নৌকার মনোনয়ন পাওয়ার আনন্দে বোমা ফাটিয়ে উদ্‌যাপন করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজের ওপর থেকে তিনটি হাতবোমাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক (৩৬) ও চরহরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদ পেয়ে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে ব্রিজের ওপর বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করছিলেন তাঁরা। এ সময় তিনটি হাতবোমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।’

পাংশা মডেল থানার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বোমা ফাটানোর বিষয়টি জানতে পারি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি বোমাসহ তাঁদের গ্রেপ্তার করেছে। সেখানে একটি বিস্ফোরিত বোমার আলামত পাওয়া গেছে।’

এ ছাড়া একই দিন পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, ভাতশালা গ্রামের লতিফ থানের ছেলে সাকিব খান (১৭), চর ঝিকড়ি দোপপাড়া গ্রামের মোসলেম মল্লিকের ছেলে সিরাজ মল্লিক (৪৫), চরঝিকরি মধ্যপাড়া রব্বেল শাহ এর ছেলে সুরুজ শাহ (৪৫) ও চরঝিকরি ঢালাপাড়া গ্রামের সামছুল মুনশির ছেলে লিটন মুনশি (৩৫)। তাঁদেরও আজ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *