ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ সালের নিলামের দ্বিতীয় দিনের নিলামেও দল পেলেন না সাকিব। তবে আগের দিনের অবিক্রীত ডেভিড মিলারকে দলে ভিড়িয়েছে গুজরাট লায়ন্স।
এর আগে প্রথম দিনের নিলামেও নাম উঠেছিল সাকিব আল হাসানের। তবে দুই কোটি ভিত্তিমূল্যের সাকিবকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দলই। গতকাল অবশ্য ডেভিড মিলারও অবিক্রিত ছিলেন। তবে রোববারের নিলামে (১৩ ফেব্রুয়ারি) মিলারকে ৩ কোটি রুপিতে কিনে নিয়েছে গুজরাট। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।
আগের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবকে এবার ছেড়ে দেয় শাহরুখের দল। গত আসর ছিল কলকাতার হয়ে সাকিবের দ্বিতীয়বারের মতো খেলা। কলকাতায় খেলে আইপিএলে খেলা শুরু করা সাকিব খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও।
সাকিবের প্রতি কোনো দল আগ্রহ না দেখালেও প্রথম দিনেই দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছে অপর বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে। ভিত্তিমূল্যের সমান ২ কোটিতে তাকে দলে ভিড়িয়েছে রিকি পন্টিংয়ের দিল্লি। যেখানে তিনি পাচ্ছেন তার পুরানো অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।
Leave a Reply