ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
দক্ষিণ বনবিভাগের অভিযানে ড্রেজার সহ সরঞ্জামাদি জব্দ
জাহেদ হাসান ::

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ উখিয়া হরিণ মারা এলাকায় বালুখেকোদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে বালু উত্তোলনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও ড্রেজার মিশন জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর)বিকাল ৩ টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ সফিউল আলম এর নেতৃত্বে ও ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসাইন সহ সংশ্লিষ্ট বিটের বন কর্মকর্তা ও সিপিজি সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়,উখিয়ার হরিণ মারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ মিয়া চৌধুরী’র ছেলে ইদ্রিস চৌধুরী সহ একদল বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বন বিভাগ,পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভূমির পাহাড়ের নিচে ড্রেজার মিশন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

আরও জানা যায়, তাদের অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে কেউ বাঁধা ও প্রতিবাদ করলে তাদের উপর চলে আসে চরম অত্যাচার নির্যাতন নিপীড়ন। তাই উক্ত বালি সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাইনা বলেও জানা গেছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ইনানী রেঞ্জের রাজাপালং বিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে সরকারি বনভূমির পাহাড়ের সাথে ড্রেজার মিশন বসিয়ে অবৈধভাবে বালি উত্তলনের কাজে ব্যবহ্নত দুটি ড্রেজার মিশন ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়েছি,এবং বালি সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *