ঢাকা, মঙ্গলবার ২৩ জুলাই ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্রসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সালমান শাহ বাহিনীর প্রধান সালমানসহ তিনজনকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।

এ সময় সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার রেজিস্টার্ড ক্যাম্পের এফ/৬ ব্লকে ওই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, হ্নীলা ইউপির দক্ষিণ লেদার সোনা মিয়ার ছেলে সালমান শাহ (২০), সি ব্লকের শেড-৮৮৫/২, এমআরসি-৩৫৬৫৫-এর দিল মোহাম্মদের ছেলে মো. শফি (১৯) ও ব্লক-ই, শেড-৯৭২/৩, এমআরসি-৪৮৬৮৮-এর করিম উল্লাহর ছেলে কাছিম ওরফে ফড়িঙ্গা (২০)।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *