ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
টেকনাফে বিপুল পরিমানে ইয়াবা ও আইস সহ মাদক কারবারি রফিক আটক
নিজস্ব প্রতিবেদক ::

টেকনাফ ২ বিজিবি সদস্যরা মাদক বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬২ হাজার ইয়াবা ও ২৩০গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এসময় রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মো. রফিক মিয়া (৩৩) হচ্ছে, হ্নীলা ইউনিয়নন জাদিমুরা এলাকার হাজি মো. নাজিম উল্লাহ’র পুত্র।

১৫ নভেম্বর (সোমবার) অভিযান দুটির সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) প্রেস বার্তার মাধ্যমে জানান, গভীর রাতে গোপন সংবাদের তথ্য অনুযায়ি হ্নীলা জাদিমোড়া জুম্মাপাড়া মসজিদ সংলগ্ন আটক মাদক ব্যবসায়ীর রফিক মিয়ার বসতবাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ঘরের ভিতর সিলিং’এ অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

অপর দিকে একই দিন ভোর রাত তিনটার দিকে, সাবরাং ইউনিয়ন পরিবেশ টাওয়ার এলাকার দক্ষিণে মো.সালামের মালিকাধিন প্রজেক্ট সংলগ্ন এলাকা হতে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীদের পেলে যাওয়া বস্তাভর্তী ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

তিনি আরো বলেন আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *