ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
টানা দুই ম্যাচে ‘ডাক’ মারলেন সাকিব
স্পোটস ডেস্ক ::

এবারের আইপিএলের পুরো মৌসুমজুড়ে বোলিং পারফরম্যান্সে ভর করেই ম্যাচ জিতে এসেছে কলকাতা।

আর সেই দলের বোলাররা শিরোপা নির্ধারণী ম্যাচে ছন্দ হারালেন।

বরুণ-ফার্গুসন-নারিন-সাকিব কেউ-ই ভালো বল করলেন না। তাদের তুলোধোনা করলেন চেন্নাইয়ের প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি।

রবিন উথাপ্পা আর মঈন আলিও কম যাননি। তারা প্রত্যেকেই তিনটি করে ছক্কা হাঁকিয়ে কলকাতার সামনে রাখেন ১৯২ রানের বড় সংগ্রহ।

তবে ১৯৩ রানের বড় লক্ষ্যের তাড়ায় কলকাতাও দারুণ শুরু করেন। গত কয়েক ম্যাচের দুর্দান্ত দুই পারফরমার শুবমান গিল ও ভেঙ্কেটশ আইয়ার দুজনেই ফিফটি হাঁকিয়েছেন।

কিন্তু সব মাটি করে দিয়েছেন মিডলঅর্ডারের ব্যাটাররা। গত ম্যাচের মতো ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ডাক মারলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ১৪তম ওভারের ৫ম বলে দিনেশ কার্তিকের আউটের পর মরগানের সঙ্গী হয়ে নামেন সাকিব।

সামনে বিশাল চ্যালেঞ্জ। ৩০ বলে করতে হবে ৭২ রান। আর ব্যাটে হাতে সাকিব নামলেন আর চলে গেলেন। জাদেজার ওই একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাকিব। গত ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি।

এদিকে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ওমানে অবস্থান করছে। ১৭ তারিখের উদ্বোধনী ম্যাচের দিনেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

সে ম্যাচে অংশ নিতে আইপিএলের ফাইনাল ম্যাচ শেষেই ওমানের উদ্দেশে রওনা দেবেন সাকিব।

তবে বিমান পথে নয়, সড়ক পথে রাতেই ওমানের উদ্দেশে রওনা হবেন সাকিব। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুমন জানান, সাকিব সড়কপথে আসবে, ফ্লাইটে এনে ঝুঁকি নেওয়া হবে না। আইপিএলে সে বাবলে ছিল, সেখান থেকেই সরাসরি আরেকটি বাবলে আসবে; যেহেতু ওর কোয়ারেন্টিনের কোনো ব্যাপার থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *