ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
চেয়ারম্যান পদে পিতার প্রতিদ্বন্দ্বী ছেলে !
ডেস্ক রিপোর্ট ::

আসন্ন পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে হবিগঞ্জের মাধবপুরে বাঘাসুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী হয়েছে তার বড় ছেলে মো. গোলাম রাব্বনী রনি। এ অবস্থায় ভোটাররা পড়েছে বিপাকে। দুইজন প্রার্থীই ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। অনেকেই আবার বলছেন বাবার বিকল্প প্রার্থী হিসেবে ছেলেকে দাড় করানো হয়েছে।

সূত্র মতে, আগামী ৫ জানুয়ারি জেলার মাধবপুর উপজেলা ও চুনারুঘাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার উপজেলা সমাজসেবার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফ আলীর কাছে বাঘাসুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন বিকেলে স্বতন্ত্র চেয়ারম্যান পদে সাহাব উদ্দিনের বড় ছেলে মো. গোলাম রাব্বনী রনিও মনোনয়নপত্র দাখিল করেন।

বাবা-ছেলে একই পদে মনোনয়ন দাখিল নিয়ে উপজেলার সর্বস্তরে চলছে আলোচনা- সমালোচনা। অনেক ভোটারই পড়েছেন বিপাকে। আবার কেউ কেউ বলছেন বাবার বিকল্প হিসেবে প্রার্থী হয়েছে বড় ছেলে তবে প্রার্থিতা প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাঘাসুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, আমার প্রতিপক্ষরা আমাকে দেখে নেয়ার জন্য বলে বেড়াচ্ছেন, এ জন্য পরিবারের সাথে আলাপ আলোচনা করেই আমার ছেলেক বিকল্প প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী করানো হয়েছে। তবে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *