ঢাকা, রবিবার ২১ জুলাই ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
চালের দাম স্থিতিশীল আছে : খাদ্যমন্ত্রী
উখিয়া নিউজ ডেস্ক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘চালের দাম স্থিতিশীল আছে। আমরা চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিংও হচ্ছে। বেসরকারি আমদানিও খুলে দিয়েছি।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বলেন খাদ্যমন্ত্রী।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘রাষ্ট্রের তো একটি প্ল্যান থাকবেই। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশের মাটি উর্বর। বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ আর মাটি থাকলেই আমরা দেশ গড়তে পারব।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে তিন বার ফসল উৎপাদন হয়। সেই দেশে খাদ্যের অভাব হবে, সেটা আমরা মনে করি না। কারণ কৃষকরা আমাদের প্রাণ। তারা যেভাবে উৎপাদন করছে, আমরা আশা করি খাদ্যের সংকট হবে না।’

এবার মানুষ আসলেই কী ভালোভাবে ঈদ পালন করেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ঈদের আনন্দটাই অন্যরকম আনন্দ। এটা একজন গরিব হলেও তারও কিন্তু উৎসবই। সেভাবে চিন্তা করলে সবার ঈদই ভালো হয়েছে। আমি খবর পেয়েছি, গ্রামাঞ্চলে বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। কারণ মানুষের আয় বেড়েছে। কষ্ট হয়েছে বিশেষ করে বন্যার্ত মানুষের। এই কষ্ট প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটাকে মেনে নিয়েই আমাদের ঈদ উৎসব পালন করতে হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *