ঢাকা, সোমবার ২২ জুলাই ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
ঘুমধুম সীমান্তে পড়ল রকেট লান্সার, গুলিতে বসতঘরে আগুন
উখিয়া নিউজ ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির (এএ) মধ্যে তুমুল লড়াই চলছে। রাতভর ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে সীমান্তবর্তী এলাকা।

গতকাল শনিবার রাতে এই তুমুল সংঘর্ষের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে রকেট লান্সার এসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গুলিতে একটি বসতঘরের চালে গুলি লেগে এতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির কারণে ঘুমধুম সীমান্তবাসীর চলাচল সীমিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *