প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ কেউ ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত সৃষ্টি করতে চায়। যা উচিৎ নয়। দেশের আটটি জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার (১৩ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব সবার। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সংস্কৃতি চর্চায় গুরুত্ব দিতে হবে।

১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পর্যায়ক্রমে একাডেমির কার্যক্রম সারাদেশে বিস্তৃত হয়েছে। সংস্কৃতির বিকাশে দেশজুড়ে কাজ করছে এই প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের উদ্দেশে নতুন বাংলা বর্ষ ও ঈদের আগাম শুভেচ্ছা জানান। শেখ হাসিনা বলেন, যেকোনো দেশের জন্য সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। একইসঙ্গে স্থানীয় সংস্কৃতি, লোকজ ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।