ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
কক্সবাজার-১: ভোট বর্জন করলেন এমপি জাফর আলম
উখিয়া নিউজ ডেস্ক :

ভোট ডাকাতি ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। তিনি এই আসনের বর্তমান এমপি। রোববার (৭ জানুয়ারি) বিকেলে তার ফেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি একটি ফেসবুক পোস্টে লেখেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে ভোট বর্জন করলাম।

এর কিছুক্ষণ পরে নিজের একটি ভিডিও বার্তা পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, দুঃখিত, চকরিয়া-পেকুয়াবাসী। আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দেবেন।

তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন, নির্বাচনে তার পরাজয় নিশ্চিত। বিষয়টি জানতে পেরে তিনি ভোট বর্জনের কথা বলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *