ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হলো আগুন
নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার সরকারি কলেজের সামনের একটি স্থানে মাটির নিচ থেকে আগুন বের হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে প্রায় দুই ঘণ্টা সেখান থেকে আগুন বের হয়। পরে ফায়ার সার্ভিস এসে তা নিভিয়ে ফেলে। আগুন নিভলেও সেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে বলে জানা গেছে।

এদিকে হঠাৎ আগুন বের হওয়ার ঘটনায় লোকজন কৌতূহলী হয়ে পড়ে। আগুন দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। ধীরে ধীরে তা বড় আকারে পরিণত হয়। পরে অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

dhaka post

কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নেভান। ধারণা করা হচ্ছে, মাটির নিচের চাপা গ্যাস থেকে আগুনের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন বলেন, হঠাৎ এভাবে আগুন বের হওয়া নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এই জায়গাটিতে একসময় ময়লার ভাগাড় ছিল। সেখানকার গ্যাস থেকে এ আগুন বের হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *