ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
কক্সবাজারে বোনকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই রক্তাক্ত (ভিডিওসহ)
নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার সদরে বোনকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে নির্মমভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (১১ জুন) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের। ভিডিওতে দেখা যায়, বেড়িবাঁধে বোনকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করছে তিন তরুণ। ঘটনাটি গত ৩১ মে ঘটলেও সম্প্রতি তার ভিডিও ভাইরাল হয়।

মারধরের শিকার তরুণ আব্দুল মোনাফ জানায়, ‘আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ঘরে আমরা থাকি। ওই দিন বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা বোনকে নোংরা ভাষায় কথা বলে। নোংরা কথা শোনার পর  বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকায়। প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি আমি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় কেন মারছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।’

সে আরও বলে, অনেক মারধর করায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। পরে থানায় অভিযোগও করি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা না হওয়ায় উক্ত্যক্তকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা আবার মারধরের হুমকি দিচ্ছে।

তবে অভিযোগ দেওয়া নিয়ে ওই যুবকের দাবি সত্য নয় বলে দাবি করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার বলেন, আমরা এমন ঘটনার কোনো অভিযোগ পায়নি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *